Locals stand up against the pond Filling : অবৈধ পুকুর ভারাটের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন স্থানীয়রা - Locals stand up against the pond Filling
🎬 Watch Now: Feature Video
অবৈধ পুকুর ভরাটের বিরুদ্ধে রুখে দিলেন এলাকার সাধারণ মানুষ (Locals stand up against the pond Filling)। স্থানীয় মানুষ বাধা দিয়ে ফিরিয়ে দিল ট্রাক্টর । বুধবার দুপুরের ঘটনায় ব্যপক উত্তেজনা ছড়ায় বহরমপুর থানার ভাকুড়ি 1 নং গ্রাম পঞ্চায়েতের চুয়াপুর সারদাপল্লী টালিভাটা এলাকায় । জানা যায়, এলাকায় পুকুর ভরাটের চেষ্টা করা হচ্ছিল । বহরমপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । স্থানীয়দের অভিযোগ, বুধবার দুপুরে ট্রাক্টরে করে কয়েক গাড়ি মাটি নিয়ে এসে পুকুর ভরাটের চেষ্টা করে কয়েকজন । স্থানীয়রা রুখে দাঁড়ালে পালিয়ে যায় তারা । তবে কে বা কারা এই পুকুর ভরাট করতে এসেছিল তা কেউ বলতে পারেনি । স্থানীয়রা জানান, এলাকার এই পুকুর ভরাট হয়ে গেলে সাধারণ মানুষের সমস্যা বাড়বে । বৃষ্টির জল ধারণের জায়গা থাকবে না । পুকুর ভরাটের কথা জানতে পেরে বহরমপুর থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে । পুলিশ আশ্বাস দিয়েছে যারা পুকুর ভরাট করতে এসেছিল তাদের চিহ্নিত করে কড়া ব্যবস্থা নেওয়া হবে ।