কোভিড বিধি মেনে কলকাতা ওয়েস্ট ইন্টারন্যাশনাল সিটির খোলা মাঠে খুশির ইদ পালন - খুশির ইদ পালন
🎬 Watch Now: Feature Video
আজ পবিত্র ইদ । মুসলমান সম্প্রদায়ের মানুষ আজ নামাজ পড়ার পর একে অপরকে খুশির ইদের অভিনন্দন জানান। এই করোনা আবহে রাজ্য সরকারের নির্দেশে রাস্তায় নামাজ পড়া ও ভিড় করা যাবে না । তাই এই খুশির দিনে বাঁকড়ার মুসলমান সম্প্রদায়ের মানুষ সামাজিক দূরত্ব মেনে নামাজ পড়েন কলকাতা ওয়েস্ট ইন্টারন্যাশনাল সিটিতে ৷ তবে সম্পূর্ণ করোনা বিধিনিষেধ মেনে ৷ একে অপরকে অভিনন্দনও জানান দূর থেকেই ৷ হাওড়ার সলপ এলাকার কলকাতা ওয়েস্ট ইন্টারন্যাশনাল সিটিতে স্থানীয় 50 জন একসঙ্গে নামাজ পড়েন ৷