Leopard Recovered: উদ্ধার চিতাবাঘের শাবক, চা বাগান শ্রমিকের কোলে শাবকের ভিডিও ভাইরাল - Leopard Recovered

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jul 26, 2022, 6:50 PM IST

চা-বাগান থেকে উদ্ধার চিতাবাঘের শাবক (Leopard Recovered)। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় দার্জিলিং জেলার মিরিক মহকুমার থরবু চা-বাগান সংলগ্ন এলাকায় । জানা গিয়েছে, মঙ্গলবার সকালে মিরিকের ওই চা-বাগানে কাজ করার সময় একটি চিতাবাঘের শাবকের ডাক শুনতে পান চা-বাগানের শ্রমিকরা। তাঁরা গিয়ে ওই চিতাবাঘের শাবকটিকে উদ্ধার করেন । চা গাছের গোড়ায় একটি নালায় ওই চিতাবাঘের শাবকটি পরে থাকতে দেখেন চা-বাগানের শ্রমিকরা । তাঁরা বনবিভাগকে খবর দেয় । কার্শিয়াং বনবিভাগের কর্মীরা পৌঁছে ফের চিতাবাঘের শাবকটিকে সযত্নে চা-বাগান এলাকায় ছেড়ে দেন এবং নজিরদারি রাখেন । পরে শাবকটির মা গিয়ে শাবকটিকে ফিরিয়ে নিয়ে যায় ৷ তবে ইতিমধ্যে চিতাবাঘের শাবকটির চা-বাগানের এক শ্রমিকের কোলে নিয়ে খেলার ছবি ভাইরাল হয়েছে। কার্শিয়াং বনবিভাগের ডিএফও হরি কৃষ্ণান বলেন, "শাবকটি সদ্যোজাত । সেজন্য তাকে মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে । তবে ওই এলাকায় বন কর্মীদের বলা হয়েছে নজরদারি রাখতে ।"

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.