সাইকেল চালাতে গিয়ে হুমড়ি খেয়ে পড়লেন লিয়েন্ডার - Leander Paes fell from the dias when tries to ride cycle
🎬 Watch Now: Feature Video
সাইকেল চালাতে গিয়ে পড়ে গেলেন লিয়েন্ডার পেজ় ৷ একটি সাইকেল প্রস্তুতকারী সংস্থার অনুষ্ঠানে কলকাতায় এসেছিলেন টেনিস এই তারকা ৷ ডায়াসে সংস্থার তৈরি সাইকেল চালাচ্ছিলেন তিনি ৷ হঠাৎ করেই নিয়ন্ত্রণ হারিয়ে ডায়াস থেকে নিচে পড়ে যান ৷ যদিও দ্রুত উঠে পড়েন তিনি ৷ এবং পুনরায় সাইকেল চালান লিয়েন্ডার পেজ় ৷