Thanks Giving Rally in Kolkata: ইউনেসকো-কে ধন্যবাদ জ্ঞাপন, অনন্য শোভাযাত্রার সাক্ষী তিলোত্তমা - UNESCO
🎬 Watch Now: Feature Video
রেড রোডে আগমনীর সুর ৷ বেজে গেল বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর দামামা ৷ দামামা বাজিয়ে দিলেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ দুর্গাপুজোকে হেরিটেজ তকমা দিয়েছে ইউনেসকো (UNESCO) ৷ আর তাই ইউনেসকোকে ধন্যবাদ জ্ঞাপনের শোভাযাত্রা হয়ে গেল শহরের বুকে (Kolkata witnessed Grand Rally for Durga Pujo heritage recognition) ৷ জোড়াসাঁকো থেকে শুরু হয়ে সেন্ট্রাল অ্যাভিনিউ, রানি রাসমণি রোড হয়ে রেড রোডে শেষ হল মিছিল ৷ শোভাযাত্রা দেখতে রাস্তার দু'পাশে উপচে পড়ল উৎসুক জনতার ভিড় । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিছিলে পা মেলালেন রাজ্যের একাধিক মন্ত্রী, অধিকারিকরা। কলকাতার বিভিন্ন পুজো কমিটিগুলির সময় শোভাযাত্রার সময় রাস্তার দু'পাশে নিজেদের মতো করে মঞ্চ বেঁধে নৃত্য পরিবেশন করল ৷ সবমিলিয়ে সময়ের একমাস আগেই পুজো শুরু বঙ্গে ৷
Last Updated : Sep 1, 2022, 5:46 PM IST