Kolkata Shree Shamman 2022: ঢাক বাজিয়ে 'কলকাতা শ্রী' প্রতিযোগীতার উদ্বোধন মেয়রের, সঙ্গী দেব - Actor Dev
🎬 Watch Now: Feature Video
ঢাকে কাঠি দিয়ে কলকাতা পৌরনিগম আয়োজিত কলকাতা শ্রী 2022-র শুভারম্ভ করলেন মেয়র ফিরহাদ হাকিম (Kolkata Shree Shamman 2022 Process Inauguration)। সঙ্গে ঢাক বাজালেন অভিনেতা তথা সাংসদ দীপক অধিকারী (দেব), মেয়র পারিষদ সদস্য দেবাশিস কুমার। প্রতিযোগিতার আবেদনপত্রের ডামি প্রকাশ করার পাশাপাশি জানানো হল অফলাইন ও অনলাইন দু'ভাবেই পুজো কমিটিগুলো এই আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন। সোমবার মেয়র থেকে অভিনেতা দেব (Actor Dev) সকলেই পুজো ঘিরে তাঁদের স্মৃতি ও উত্তেজনার কথা জানান ৷ মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) জানান, অন্যবারের তুলনায় এবার অনেক আগে থেকেই মানুষের ঢল নেমেছে বাজার এলাকায়। কেনাকাটা শুরু হয়ে গিয়েছে। কলকাতার পুজো আয়োজকদের কাছে পৌরনিগমের এই স্বীকৃতি অত্যন্ত পছন্দের। আজ থেকে এই প্রতিযোগিতার কাজ শুরু হল।