Rain in Kolkata ঘণ্টাখানেকের বৃষ্টিতে প্লাবিত মহানগর, জলের নীচে একাধিক জায়গা - Sealdah Station

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Aug 27, 2022, 6:29 PM IST

ঘণ্টাখানেকের বৃষ্টিতে ফের জলমগ্ন শহর কলকাতার একাংশ (Kolkata flooded with torrential rain for an hour) ৷ প্লাবিত কলেজ স্ট্রিট (College Street) থেকে শিয়ালদহ স্টেশন (Sealdah Station) চত্বর ৷ শনিবার দুপুর পৌনে দু'টো নাগাদ শুরু বৃষ্টি ৷ সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে বৃষ্টির গতিবেগ ৷ ঘন্টাখানেকের বেশি বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে কলকাতা মেডিক্যাল কলেজ, কলকাতা পৌরনিগমের কেন্দ্রীয় ভবনের আশেপাশের এলাকা ৷ কলকাতা পৌরনিগম (Kolkata Municipal Corporation) সূত্রে খবর, এদিন ঠনঠনিয়া কালীবাড়ি এলাকায় 72 থেকে 77 মিলিমিটার, মানিকতলা এলাকায় 66 থেকে 70 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে ৷ ঠনঠনিয়া এলাকায় হাঁটুসমান জল দাঁড়িয়ে গেলে বাইক, স্কুটি নিয়ে সমস্যায় পড়েন সাধারণ মানুষ। জলের তলায় সেন্ট্রাল অ্যাভিনিউ, মুক্তারাম বাবু স্ট্রিট, পার্ক সার্কাস সেভেন পয়েন্ট। জলমগ্ন হয়ে পড়ে পৌরভবনের আশপাশের এলাকা, অলিমুদ্দিন স্ট্রিট এলাকা। বেশ কিছু এলাকায় জল সরাতে পোর্টেবল পাম্প চালানো হয়েছে।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.