KLO Jiban Singha: ভিডিয়ো বার্তায় মমতাকে হুঁশিয়ারি কেএলও সুপ্রিমো জীবন সিংহের - কেএলও সুপ্রিমো জীবন সিংহ
🎬 Watch Now: Feature Video
ফের মুখ্যমন্ত্রীকে হুমকি দিয়ে ভিডিয়ো বার্তা দিলেন নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সুপ্রিমো জীবন সিংহ (KLO Jiban Singha Gives Threats Mamata Banerjee)। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷ ভাইরাল হওয়া ভিডিয়োতে জীবন সিংহ হুমকি দিয়ে বলেন, "মমতা দিদিকে বলি বা কলকাতার নেতাদের বলি অতি শীঘ্রই যদি কৈলাশ কোচকে মুক্তি দেওয়া না-হয় তাহলে কোচ কামতাপুরে আগুন জ্বলবে। আপনারা আগুন নিয়ে খেলবেন না।" পাশাপাশি তিনি আরও বলেন, "কলকাতার কোনও নেতা, রাজনৈতিক ব্যক্তি বা ব্যবসায়ী কামতাপুর থেকে কলকাতায় ফিরে যেতে পারবেন না। ছারখার করে দেব। আপনারা যুদ্ধ করতে চান। হোক যুদ্ধ। হোক লড়াই। আমরা প্রমাণ করে দেব কামতাপুর কার। মমতার সরকারের তীব্র ধিক্কার জানাই।"