Kali Pujo 2021 : কাঁথির ক্লাব ইন্দিরার কালীপুজোয় এবছর দেখা মিলবে রাজস্থানের রাজপ্রাসাদের - রাজ্যের মৎস্য মন্ত্রী অখিল গিরি

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Nov 4, 2021, 9:25 AM IST

এবছর 31তম বর্ষে পা দিল পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির ক্যালটেস্ক মোড়ের ক্লাব ইন্দিরার কালীপুজো ৷ রাজস্থানের রাজপ্রাসাদের আদলে তৈরি হয়েছে এই পুজোর এবারের মণ্ডপ ৷ ফোম, কাপড়, জরি দিয়ে সুদৃশ্য এই মণ্ডপ গড়ে তোলা হয়েছে। এই ক্লাবের সভাপতি রাজ্যের মৎস্য মন্ত্রী অখিল গিরি ও সম্পাদক কাঁথি সাংগঠনিক যুব তৃণমূলের জেলা সভাপতি সুপ্রকাশ গিরি। বুধবার এই পুজোর উদ্বোধন করেন প্রখ্যাত গায়ক নচিকেতা ৷ এবছর পুজোর খরচ কিছুটা কমিয়ে জেলার বন্যা দুর্গত মানুষদের সাহায্য করেছে এই ক্লাব ৷ রাজ্যের মৎস্য মন্ত্রী তথা ক্লাবের সভাপতি অখিল গিরি জানিয়েছেন করোনা আবহে নিয়মবিধি মেনেই এই পুজো করা হচ্ছে ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.