ইতিহাস আর পর্যটনের মেলবন্ধন ঝাড়গ্রাম রাজবাড়ি
🎬 Watch Now: Feature Video
ঝাড়গ্রাম রাজবাড়ি ৷ জঙ্গলে ঘেরা এক রাজপ্রাসাদ ৷ প্রকৃতির সান্নিধ্যে পর্যটকদের পীঠস্থান হয়ে উঠেছে এই রাজপ্রাসাদ ৷ একই সঙ্গে বহু ইতিহাসের সাক্ষী এই প্রাসাদ ৷ আনুমানিক 1570 খ্রিস্টাব্দে মোগল সম্রাট আকবরের নির্দেশে রাজস্থানের সর্বেশ্বর সিং চৌহান বাংলা জয় করতে আসেন ৷ এই অঞ্চলের মাল রাজাদের পরাজিত করে তিনি মল্লদেব উপাধি ধারণ করেন ৷ তিনি ঝাড়গ্রামেই তাঁর রাজধানী স্থাপন করেন ৷ প্রায় 400 বছর ধরে 18 জন রাজা এই প্রাসাদে রাজকার্য পরিচালনা করেন ৷ 2015 সালে রাজবাড়ির সামনে সরকারি টুরিস্ট কমপ্লেক্স চালু করা হয় ৷ বর্তমানে 22টি কটেজ আছে ওই কমপ্লেক্সে ৷ তৈরি করা হয়েছে আধুনিক রেস্তরাঁ ৷ তাই ভ্রমণ পিপাসু বাঙালির কয়েকদিনের জন্য পছন্দের ডেস্টিনেশন হতেই পারে ঝাড়গ্রাম রাজবাড়ি ৷