Jalpaiguri Rain লাগাতার বৃষ্টিতে জলমগ্ন জলপাইগুড়ি, স্তব্ধ জনজীবন - Jalpaiguri Witnessed Huge Rain

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Aug 29, 2022, 3:49 PM IST

এক রাতের বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ল জলপাইগুড়ি শহর (Jalpaiguri Witnessed Huge Rain) ৷ রবিবার রাত থেকে লাগাতার বৃষ্টি হয়ে চলেছে উত্তরবঙ্গের জেলাগুলিতে ৷ আর তার জেরেই জল জমে গিয়েছে জলপাইগুড়ি পৌরসভার অধিকাংশ ওয়ার্ডে ৷ তার জেরে বিপাকে স্থানীয়রা ৷ বিশেষ করে সপ্তাহের প্রথম কাজের দিনে হাঁটু সমান জল পেরিয়ে কর্মস্থলে যেতে কার্যত হিমশিম খেতে হচ্ছে মানুষকে ৷ অতিরিক্ত বৃষ্টি ও জমা জলের কারণে এ দিন জলপাইগুড়ি শহরের বেশ কয়েকটি স্কুলেও ছুটি ঘোষণা করা হয়েছে ৷ রবিবার রাত থেকে জলপাইগুড়ি শহরে বৃষ্টি হয়েছে 151.20 মিলিমিটার (Jalpaiguri Rain) ৷ উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে ময়নাগুড়িতে । পরিমাণ প্রায় 159 মিলিমিটার ৷ আর তুলনায় আলিপুরদুয়ারে বৃষ্টির পরিমাণ খুবই সামান্য, 18.20 মিলিমিটার ৷ মালবাজের বৃষ্টি হয়েছে 150.10 মিলিমিটার ৷ বানারহাটে বৃষ্টির পরিমাণ 112 মিলিমিটার আর শিলিগুড়িতে 38 মিলিমিটার ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.