Jagannath Sarkar on CM Remark : হাঁসখালি-কাণ্ডে বিবৃতির জন্য মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে বললেন জগন্নাথ সরকার - Jagannath Sarkar says CM should make an apology on her remark on Hanskhali rape incident
🎬 Watch Now: Feature Video
হাঁসখালি গণধর্ষণকাণ্ডের পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা বিবৃতি দিয়েছেন, সেজন্য তাঁর ক্ষমা চাওয়া উচিত ৷ রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার (Jagannath Sarkar says CM should make an apology on her remark on Hanskhali rape incident) । এদিন তিনি জানান, প্রশাসনের সুবিধা বাড়িয়ে নদিয়া জেলা পুলিশকে দু'ভাগে ভাগ করা হয়েছে, কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না। পুলিশ কোনও কাজই করছে না, তারা দলদাসে পরিণত হয়েছে ৷ হাঁসখালি গণধর্ষণকাণ্ড নিয়ে সাংসদ বলেন, "তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী প্রথমেই বলে বসলেন মেয়েটির প্রণয়ঘটিত সম্পর্ক ছিল, সে অন্তঃসত্ত্বা ছিল ৷ এই মন্তব্য রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে কীভাবে উনি করলেন, তা সত্যিই বলার ভাষা রাখে না। অবিলম্বে মুখ্যমন্ত্রীর মন্তব্যের জন্য জনসমক্ষে ক্ষমা চাওয়া উচিত।"