Indranil Mullick: ভাল দেখতে ছেলেরাই নায়ক হবে ইন্ডাস্ট্রিতে এই মিথ ভেঙেছে: ইন্দ্রনীল - Indranil Mullick Opens Up About His Journey in Lakshmi Kakima Superstar
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-15074219-140-15074219-1650519287272.jpg)
মিষ্টি দেখতে ছেলে মানেই পজিটিভ চরিত্র এই মিথ থেকে বেরিয়েছে ইন্ডাস্ট্রি । তাঁরা খতরনাক ভিলেনও হতে পারে-প্ৰমাণ করে দিচ্ছে একের পর এক বাংলা ধারাবাহিক । তারই মধ্যে একটি চরিত্র হল 'লক্ষ্মী কাকিমা সুপারস্টার'-এর রণজয় চরিত্রটি। তাঁর সঙ্গে বিয়ে হওয়ার কথা গল্পের নায়িকা হংসিনীর । রণজয় চরিত্রে রয়েছেন ইন্দ্রনীল মল্লিক। ইটিভি ভারতের সঙ্গে একান্তে আড্ডা দিলেন অভিনেতা (Indranil Mullick Opens Up About His Journey in Lakshmi Kakima Superstar)।
TAGGED:
Indranil Mullick