75 Years of Independence স্বাধীনতার হীরকজয়ন্তী উদযাপনে সামিল হয়েছে দুবাই, ভিডিয়ো শেয়ার প্রধানমন্ত্রীর - ঘুরেয়ার সেন্টার নামক একটি শপিং মলে পুরুষ মহিলা নির্বিশেষে ফ্ল্যাশ মবে অংশ নিয়ে সবসে আগে হোঙ্গে হিন্দুস্থানী গানটিতে কোমর দুলিয়েছেন

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Aug 14, 2022, 11:01 PM IST

দেশজুড়ে পালিত হচ্ছে আজাদি কা অমৃত মহোৎসব ৷ স্বাধীনতার 75তম বর্ষপূর্তি উপলক্ষ্যে দুবাইয়েও পালিত হচ্ছে স্বাধীনতা দিবস (Indian Diaspora Celebrates Independence Day in Dubai) ৷ সেখানের ঘুরেয়ার সেন্টারে পুরুষ, মহিলা নির্বিশেষে ফ্ল্যাশ মবে অংশ নিয়ে 'সবসে আগে হোঙ্গে হিন্দুস্থানী' গানটিতে কোমর দুলিয়েছেন ৷ তাঁদের সঙ্গে রয়েছে বাচ্চারাও ৷ গানের শেষে শপিং মলে উপস্থিত সকলে ভারতের ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উড়িয়ে স্যালুট জানিয়েছেন ৷ বন্দেমাতরম ধ্বনিতে মুখরিত হয়েছে গোটা মল ৷ সকলেই ক্যামেরাবন্দি করেছেন এই বিশেষ মুহূর্ত ৷ এই উদযাপনের ভিডিয়োটি প্রধানমন্ত্রী তাঁর টুইটার থেকেও শেয়ার করেছেন ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.