Woman Hurls Shoe at Partha: মানসিক চাপেই জুতো ছুড়েছেন স্ত্রী, সাফ জবাব পার্থকে 'আক্রমণ' করা শুভ্রার স্বামীর - Woman Hurls Shoe at Partha

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Aug 3, 2022, 10:25 AM IST

'প্রতিবাদের জুতো' উড়ে এসেছে পার্থ চট্টোপাধ্যায়ের দিকে । এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ইডি'র হাতে ধৃত রাজ্যের প্রাক্তন মন্ত্রীর উড়ে এসেছে জুতো ৷ মঙ্গলবার ইএসআই হাসপাতালে তাঁকে লক্ষ্য করে জুতো ছোড়েন শুভ্রা ঘড়ুই নামে এক মহিলা ৷ যদিও জুতো পার্থর গায়ে লাগেনি ৷ বাড়িতে ক্যামেরার সামনে মুখ খুললেন তাঁর স্বামী সমীর ঘড়ুই । তিনি জানিয়েছেন, মেয়েকে নার্সিং পড়াতে চান । কিন্তু নার্সিং পড়াতে গেলে লাখ লাখ টাকা দরকার, সেই কারণে আর্থিক অনটনে ভুগছেন ৷ ইনকাম মাসে 12 হাজার টাকা, ফলে মেয়েকে ভর্তি করাতে পারছেন না । সেই নিয়ে স্ত্রী চিন্তায় থাকেন ৷ মাঝেমধ্যে বলতে থাকেন, সাধারণ মানুষ বাচ্চাদের পড়াশোনা করাতে পারছে না, অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায় লোকের টাকা আত্মসাৎ করে এসি গাড়িতে করে ঘুরছেন ৷ সেই কারণে রাগে জুতো ছুড়ে মেরেছেন (Woman hurled shoe at Partha Chatterjee at Joka ESI Hospital) ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.