HS Student Road Block : পরীক্ষায় পাশ করানোর দাবিতে পথ অবরোধ ছাত্র-ছাত্রীদের

By

Published : Jun 11, 2022, 10:22 PM IST

thumbnail
পরীক্ষায় পাশ করানোর দাবিতে দফায় দফায় পথ অবরোধ ছাত্র-ছাত্রীদের (HS Student Road Block)। উচ্চমাধ্যমিক পরীক্ষায় ফলাফল ঘোষণার পর পাশ করানোর দাবিতে প্রথমে ধূপগুড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে ফালাকাটাগামী সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় তিনটি স্কুলের ছাত্র-ছাত্রীরা । বৈরাতিগুড়ি স্কুল, গালর্স স্কুল এবং ধূপগুড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অবরোধে সামিল হয়েছিল । প্রায় আধ ঘণ্টা ধরে চলে অবরোধ । পরবর্তীতে ধূপগুড়ি থানার আইসি সুজয় তুঙ্গা এবং পুরসভার ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিংয়ের আশ্বাসে অবরোধ তুলে নেয় ছাত্র-ছাত্রীরা । তাদের অভিযোগ, এবছর তারা ভাল ভাবেই উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছে । কিন্ত শুক্রবার ফলাফল প্রকাশিত হতেই তারা দেখতে পায় অকৃতকার্য হয়েছে । তাদের অভিযোগ তাদের খাতা ঠিক মতো দেখা হয়নি । এমনকি 44 দিনের মধ্যে কীভাবে সংসদের খাতা দেখা হয়ে গেল । সকলকে পাশ করাতে হবে এই দাবিতে হাতে প্ল্যাকার্ড নিয়ে রাস্তার উপর বসে বিক্ষোভ দেখায় ছাত্র-ছাত্রীরা ।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.