Macaw Bird : ম্যাকাও দেখতে ভিড় হাওড়ায় - জগাছা থানার অন্তর্গত গরফা হরিসভা তলা

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jun 4, 2022, 9:56 PM IST

ম্যাকাও দেখতে ভিড় জমে গেল হাওড়ার জগাছা থানার অন্তর্গত গরফা হরিসভা তলা এলাকায় ৷ শুক্রবার দুপুর থেকেই হরিসভা তলা এলাকার একটি অশ্বত্থ পাতা উড়ে এসে বসেছিল পূর্ণ বয়স্ক ম্যাকাওটি ৷ তা দেখতেই ভিড় জমে যায় এলাকায় ৷ গায়ের রঙ ঘন নীল আর হলুদ ৷ স্থানীয় বাসিন্দারা প্রথম দেখতে পাখিটিকে ৷ তাঁরা জানতেন না এটি ম্যাকাও ৷ তবে সুন্দর ও বিরাট আকৃতির পাখিটিকে দেখে থানায় খবর দেন তাঁরা ৷ পরে পুলিশের পক্ষ থেকে খবর দেওয়া হয় বন দফতরে ৷ বনকর্মীরা এলেও পাখিটি গাছের অনেক উপরে বসে থাকায় তাঁরা পাখিটিকে না উদ্ধার করে ফিরে যান ৷ এদিকে পাখিটি যাতে কেউ চুরি করতে না পারে তার জন্য তার জন্য় স্থানীয় বাসিন্দারা পাহাড়ার ব্যবস্থা করেছেন (Macaw Bird )৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.