hawk Rescued in Asansol : ঘুড়ির সুতোয় আটকে বাজপাখি, উদ্ধারে হাজির পুলিশ, দমকল, বিদ্যুৎ বিভাগ ! - hawk rescued after being stuck in kite thread at asansol court area
🎬 Watch Now: Feature Video
পুলিশ থেকে শুরু করে দমকল । এলেন বিদ্যুৎ বিভাগের কর্মীরাও (hawk rescued after being stuck in kite thread at asansol court area)। রীতিমত হুলস্থুল কাণ্ড আসানসোল কোর্ট চত্বরে । কিন্তু বিষয়টা কী ? আসলে কোর্ট চত্বরে একটি বাজপাখি ঘুড়ির মাঞ্জায় কোনওভাবে আটকে গিয়েছিল । কোর্টের আইনজীবীরা তা দেখতে পান । প্রথমে তাঁরাই বাজপাখিটিকে উদ্ধার করার চেষ্টা করেন । স্থানীয় বাসিন্দারাও গাছে উঠে উদ্ধারের চেষ্টা চালান । কিন্তু সব বিফলে যায় । ফলে খবর দেওয়া হয় পুলিশে ও দমকলে । তাঁরাও পাখিটিকে উদ্ধার করতে প্রথমে বেগ পান ৷ অগত্যা ডাক পড়ে বিদ্যুৎ বিভাগের লোকেদের । পরে সবাই মিলে চেষ্টা করে পাখিটিকে উদ্ধার করে । আপাতত সুস্থ রয়েছে বাজপাখিটি । তাকে বনদফরতরকে তুলে দেওয়া হয়েছে । শারীরিক পরীক্ষা করে নিরাপদ স্থানে ছেড়ে দেওয়া হবে ।