Durgapur Hailstorm : দুর্গাপুরে স্বস্তির বৃষ্টি, সঙ্গী শিল - hailstorm at durgapur
🎬 Watch Now: Feature Video
সপ্তাহজুড়ে কখনও 43 তো কখনও 42 ৷ নাভিশ্বাস উঠেছিল দুর্গাপুরবাসীর ৷ তারই মধ্যে শুক্রবার বিকেলের শিলাবৃষ্টিতে হাঁফ ছেড়ে বাঁচল দুর্গাপুর-সহ একাধিক এলাকা (Durgapur Hailstorm) ৷ দুর্গাপুর ছাড়াও এদিন কাঁকসা, দুর্গাপুর-ফরিদপুর, পাণ্ডবেশ্বরের বেশ কিছু জায়গায় শিলাবৃষ্টি হয় (Hailstorm at Durgapur) ৷ দুর্গাপুরের পাশাপাশি এদিন বীরভূমেও কালবৈশাখী হয় ৷