এখানে সবকিছু নিয়ে রাজনীতি : রাজ্যপাল - West Bengal governer's speech today
🎬 Watch Now: Feature Video
এবার রাজ্যের স্বাস্থ্য নীতি নিয়ে কড়া সমালোচনা করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ আজ তিনি এক অনুষ্ঠানে বলেন ,"এখানে সব কিছুকেই রাজনীতিকরণের প্রচেষ্টা খুব বেশি । কিন্ত স্বাস্থ্য এমন একটি বিষয় যার সঙ্গে রাজনীতিকে মেশানো উচিত নয় । কেন্দ্রের একটি প্রকল্প আছে আয়ুষ্মান ভারত । রাজ্যের ও অনেক প্রকল্প আছে ৷ কিন্তু সাধারণ মানুষের কল্যাণে কেন্দ্র ও রাজ্যের একসাথে কাজ করা উচিত ৷"