Gold Biscuit Recover : পেট্রাপোল সীমান্ত কয়েক কোটি টাকার সোনা উদ্ধার, গ্রেফতার 2 - পেট্রাপোল সীমান্ত কয়েক কোটি টাকার সোনা উদ্ধার গ্রেফতার

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : May 24, 2022, 6:37 PM IST

পেট্রাপোল সীমান্তে দুই জায়গা থেকে উদ্ধার কয়েক কোটি টাকার সোনার বিস্কুট(Gold Biscuit Recover) । মঙ্গলবার সকালে পেট্রাপোল ও জয়ান্তীপুর থেকে 74টি সোনার বিস্কুট ও 3 টি সোনার বার গুলি উদ্ধার করে 179 ও 158 ব্যাটেলিয়ান । বিএসএফ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া সোনার ওজন 11.620 কেজি । যার বাজার মূল্য আনুমানিক 6 কোটি 15 লক্ষ 18 হাজার 152 টাকা । রাজু মণ্ডল ও মারুব মণ্ডল নামে দু'জনকে গ্রেফতার করা হয়েছে । তারা বনগাঁ ও পেট্রাপোল এলাকার বাসিন্দা । মঙ্গলবার সকালে পেট্রাপোল প্যাসেঞ্জার গেটে বাংলাদেশ থেকে পণ্য খালি করে ফেরা একটি লড়ি সন্দেহভাজন ভাবে তল্লাশি চালায় 179 নং ব্যাটেলিয়নের জওয়ানেরা । তল্লাশি চালিয়ে চালকের সিটের পিছন থেকে একটি কালো প্যাকেট উদ্ধার করে । যার মধ্য থেকে 70টি সোনার বিস্কুট ও 3টি সোনার বার উদ্ধার হয় । ধৃতরা বিএসএফকে জানিয়েছে তারা টাকার বিনিময়ে এই কাজ করত । উদ্ধার হওয়া সোনা ও আটক দুই ব্যক্তিকে পেট্রাপোল কাস্টমসের হাতে তুলে দিয়েছে বিএসএফ ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.