Dev Wishes Raunak : মেধাতালিকায় এলাকার ছেলে, রৌনককে ভিডিয়ো কল উচ্ছ্বসিত দেবের - ঘাটালের সাংসদ দীপক অধিকারী তথা দেব
🎬 Watch Now: Feature Video
মাধ্যমিকে রাজ্যে দ্বিতীয় স্থানাধিকারী পশ্চিম মেদিনীপুরের ঘাটালের রৌনক মণ্ডল ৷ তাকে ভিডিয়ো কলের মাধ্যমে শুভেচ্ছাবার্তা জানালেন ঘাটালের সাংসদ তথা অভিনেতা দেব ৷ রৌনক ঘাটালে বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয়ের ছাত্র ৷ প্রাপ্ত নম্বর 692 । এবারের মাধ্যমিক পরীক্ষায় পশ্চিম মেদিনীপুরে পাশের হার 94 শতাংশের বেশি (Dev wishes Madhyamik Exam Second rank Student)।