Ganja Recovered : আড়াই লাখ টাকার গাঁজা উদ্ধার, গ্রেফতার 9 - Ganja Recovered
🎬 Watch Now: Feature Video
52 কেজি গাঁজা উদ্ধার (Ganja Recovered)৷ গ্রেফতার 9 জন । শনিবার সন্ধ্যায় 34 নম্বর জাতীয় সড়কের চাঁদের মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় । পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম রতন বর্মণ, শহিরুল হক, মিনারুল মিঞা, সুব্রত নারায়ণ, শঙ্কর রায়, অভিজিৎ রায়, সুশান্ত বর্মন, অভিজিৎ মল্লিক ও সুভাষ রায় । তাদের মধ্যে অভিজিৎ মল্লিকের বাড়ি ব্যারাকপুর হলেও বাকিদের বাড়ি কোচবিহার এলাকায় । কোচবিহার থেকে কলকাতার উদ্দেশ্যে গাঁজার প্যাকেট নিয়ে যাচ্ছিল বলেই পুলিশ সূত্রে খবর । বাজেয়াপ্ত গাঁজার বাজার মূল্য অনুমানিক 2 লক্ষ 50 হাজার টাকা বলেই জানিয়েছে পুলিশ । প্রাথমিক জিজ্ঞাসা বাদে পুলিশ জানতে পেরেছে, মণিপুর থেকে গাঁজা আনা হয়েছিল কোচবিহারে । ধৃতদের সোমবার মাদক আইনের বিশেষ আদালতে তোলা হবে ৷