Durga Puja 2022: গঙ্গারামপুর চিত্তরঞ্জন স্পোর্টিং অ্যান্ড কালচারাল ক্লাবের পুজো - Cultural Club Durga Puja 2022
🎬 Watch Now: Feature Video
গঙ্গারামপুর শহরের বিগ বাজেটের পুজোগুলির মধ্যে অন্যতম গঙ্গারামপুর চিত্তরঞ্জন স্পোর্টিং অ্যান্ড কালচারাল ক্লাব (Gangarampur Chittaranjan Sporting and Cultural Club) । প্রতিবছর এই ক্লাবের পুজো দেখবার জন্য শহরবাসী তথা জেলাবাসী তাকিয়ে থাকেন । দর্শকদের সেই প্রত্যাশার কথা মাথায় রেখে 43তম বর্ষে আদিবাসী জনজাতির চিত্রকলাকে পুজো প্যান্ডেলে সাজিয়ে তুলেছেন পুজো উদ্যোক্তারা । কাঁথির প্যান্ডেল শিল্পীরা দিন-রাত পরিশ্রম করে আদিবাসী জনজীবনে চিত্র ছবির মাধ্যমে ফুটিয়ে তুলেছেন । 15 লক্ষ টাকা বাজেটের এই পুজো দর্শকদের মুগ্ধ করছে বলে জানান পুজো উদ্যোক্তারা ৷