Kurmi Agitation: অবরোধের 80 ঘণ্টা পার, নিজেদের দাবিতে অনড় কুড়মিরা - তফসিলি উপজাতি
🎬 Watch Now: Feature Video
অবরোধের প্রায় 80 ঘণ্টা পেরিয়ে গেলেও হয়নি কোনও সুরাহা ৷ সমস্যা সুরাহা না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকাল অবরোধ চলবে বলে জানিয়েছে সংগঠনের নেতৃত্বরা। মঙ্গলবার থেকে কুড়মি-মাহাতো সম্প্রদায়ের মানুষরা তফসিলি উপজাতিতে (ST) নিজেদের নথিভুক্ত করার দাবি নিয়ে লাগাতার বিক্ষোভ করছেন। এই বিক্ষোভের জেরে সমস্যায় পড়েছেন অসংখ্য দূরপাল্লার ট্রেন যাত্রীরা। টানা 80 ঘণ্টা পেরিয়ে গেলেও রেল রোকো আন্দোলন অব্যাহত রয়েছে ৷ উল্লেখ্য, কুড়মি সমাজের সমস্যা (Kurmi Agitation) নিয়ে কেন্দ্রীয় আদিবাসী দফতরের সচিবকে চিঠি দিয়েছে নবান্ন ৷ তাদের দাবিমতো মেনে নেওয়ার আর্জি জানানো হয়েছে সেই চিঠিতে ৷ তবে এখনও আন্দোলন উঠে যাওয়ার কোনও ইঙ্গিত পাওয়া যায়নি ৷