School Dress Controversy: নীল-সাদা পোশাক পরিবর্তনের প্রতিবাদে পথে ছাত্ররা - প্রতিটি স্কুলে নীল সাদা ড্রেসের কথা ঘোষণা করেছে
🎬 Watch Now: Feature Video
সম্প্রতি রাজ্য সরকারের পক্ষ থেকে প্রতিটি স্কুলে নীল-সাদা ড্রেসের কথা ঘোষণা করেছে। আর সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে পথে নামল কোচবিহার বিবেকানন্দ বিদ্যাপীঠ (Agitation in Cooch Behars School)। কোচবিহার জেলাশাসক ও বিদ্যালয় পরিদর্শক দফতরে মিছিল করে স্মারকলিপি জমা দেন স্কুলের প্রাক্তন-সহ বর্তমান ছাত্ররা ৷ প্রাক্তন এবং বর্তমান মিলে শুক্রবার স্কুলের সামনে থেকে মিছিল করে প্রতিবাদ জানিয়ে রাস্তায় নামে। উল্লেখ্য, নীল-সাদা পোশাক ঘোষণা হওয়ার পর থেকেই কোচবিহারে বিভিন্ন ঐতিহ্যবাহী স্কুল রাস্তায় নেমে বিক্ষোভে সামিল হয়েছে (School Dress Controversy) । বিদ্যালয়ের ছাত্ররা মনে করছে ঐতিহ্য প্রাচীন এই স্কুলের পোশাক পরিবর্তনের মাধ্যমে তাঁদের নিজস্ব পরিচয়কে বিলুপ্ত করা হচ্ছে।