যানজট থেকে মুক্তি পেতে উড়ালপুল চাইছে পাঁশকুড়া - flyover in pashkura rail junction
🎬 Watch Now: Feature Video
আর মাত্র কয়েকটা দিন বাকি । পেশ হতে চলেছে বাজেট । এবারের বাজেটে পাঁশকুড়া রেল জংশনে উড়ালপুল চাইছে সেখানকার বাসিন্দারা ৷ হাওড়া ও খড়গপুরের মধ্যে যোগাযোগের প্রধান মাধ্যম পাঁশকুড়া রেল জংশন । এই স্টেশনের উপর দিয়ে শতাধিক ট্রেন যাতায়াত করে ৷ অথচ নেই উড়ালপুল । যাত্রীরা জানাচ্ছেন, লেভেল ক্রসিংয়ে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকে বাস ৷ ফলে সমস্যায় পড়েন তাঁরা ৷
Last Updated : Jan 30, 2020, 12:33 AM IST