TMC 21st July Rally: রায়গঞ্জ থেকে সাইকেল চালিয়ে 21 জুলাইয়ের মঞ্চে ! যাত্রা শুরু 5 তৃণমূল কর্মীর - 21 জুলাই তৃণমূলের শহিদ দিবস
🎬 Watch Now: Feature Video
21 জুলাইয়ের জনসভায় যোগ দিতে রায়গঞ্জ থেকে সাইকেল চালিয়ে কলকাতার উদ্দেশে রওনা দিলেন 5 তৃণমূল কর্মী (Five Workers Start Cycling from Raiganj to Attend TMC 21st July Rally in Esplanade) ৷ মূল উদ্দেশ্যে তৃণমূলের শহিদ দিবস নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রচার ৷ রায়গঞ্জে বিধায়ক কৃষ্ণ কল্যাণীর উদ্যোগে সাইকেল নিয়ে এই যাত্রা শুরু করেছেন ওই পাঁচ তৃণমূল কর্মী ৷ প্রায় 450 কিলোমিটার পথ সাইকেল চালিয়ে 21 জুলাই তৃণমূলের শহিদ দিবসে ধর্মতলায় পৌঁছবেন তাঁরা ৷ পথে সাধারণ মানুষকে 21 জুলাইয়ের জনসভায় উপস্থিত থাকতে আবেদন করবেন তাঁরা ৷