Firhad on Canning Murder Case: ক্যানিংয়ে 3 তৃণমূল কর্মী খুনে বিজেপির বিরুদ্ধে অভিযোগ ফিরহাদের - Firhad Hakim
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-15772051-223-15772051-1657282852726.jpg)
ক্যানিংয়ে 3 তৃণমূল কর্মী খুনের ঘটনায় বিজেপির বিরুদ্ধে অভিযোগ করলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim Accuses BJP for TMC Workers Murder Case in Canning) ৷ অভিযোগ করলেন, বিজেপি খুনের রাজনীতি করছে ৷ বিজেপি বাংলাকে গুজরাত বানানোর চেষ্টা করছে বলে নিশানা করেন ফিরহাদ ৷ তবে, তৃণমূল তা করতে দেবে না বলে হুঁশিয়ারি দেন রাজ্যের মন্ত্রী ৷ ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি করেছেন তিনি ৷ প্রসঙ্গত, এ দিন 21 জুলাইয়ের সমাবেশের প্রচারে ক্যানিংয়ের গোপালপুরে যান ফিরহাদ ৷ সেখানেই এ কথা বলেন ফিরহাদ ৷