Financial Emergency Situation In State : ‘‘রাজ্য অর্থনৈতিক জরুরি অবস্থার দিকে এগোচ্ছে’’, মন্তব্য সুকান্ত মজুমদারের - রাজ্য অর্থনৈতিক জরুরি অবস্থার দিকে এগোচ্ছে
🎬 Watch Now: Feature Video
রাজ্য অর্থনৈতিক জরুরি অবস্থার দিকে এগোচ্ছে ৷ কেন্দ্রীয় হস্তক্ষেপের প্রয়োজন ৷ রবিবার বিজেপির রাজ্য দফতরে এই মন্তব্য করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ এদিন হবু শিক্ষকদের আন্দোলনের প্রতি সহমর্মিতা প্রকাশ করে তিনি বলেন, ‘‘মুখ্যমন্ত্রীর উচিত ওঁদের সঙ্গে আলোচনায় বসা । আমি ওঁদের সঙ্গে কথা বলে বুঝেছি ওদের প্রতি অন্যায় করা হয়েছে । ভুলটা যে রাজ্য সরকারের তার প্রমাণ আন্দোলনকারীদের অনেককে চোরের মতো চাকরি দেওয়া হয়েছে । আসলে সরকার দেউলিয়া হয়ে গিয়েছে । অর্থনৈতিক জরুরি অবস্থার দিকে এগোচ্ছে রাজ্য। সরকারী কর্মী, শিক্ষকরা এরপর বেতন পাবেন না । আমরা তাই রাজ্যে কেন্দ্রীয় হস্তক্ষেপ চাইছি ।’’