Feludar Goyendagiri : জুন মাসেই শুরু 'ফেলুদার গোয়েন্দাগিরি', অপারেশন দার্জিলিং-এ - feludar goyendagiri is coming in the screens soon
🎬 Watch Now: Feature Video
প্রথম গল্পেই ফেলুদা হিসাবে একদিকে যেমন দর্শকদের মন জয় করেছেন টোটা রায়চৌধুরী, তেমনই আবার অনির্বাণ চক্রবর্তীকে জটায়ু আর তোপসে হিসাবে কল্পনকে নিয়েও যথেষ্ট উচ্ছ্বসিত দর্শক মহল ৷ এবার আসছ নতুন গল্প 'দার্জিলিং জমজমাট' । জুন মাসেই হইচই প্ল্যাটফর্মে আসছে সৃজিত মুখোপাধ্যায়ের 'ফেলুদার গোয়েন্দাগিরি' (Feludar Goyendagiri is Coming in the Screens in June)। আনুষ্ঠানিক ঘোষণাপর্বে কী জানালেন কুশীলবরা?