Father Held for Selling Child: দেনা মেটাতে নাবালিকা মেয়েকে বিক্রির চেষ্টা বাবার - father tried to sale his minor daughter in mahishadal
🎬 Watch Now: Feature Video
দেনা মেটাতে নাবালিকা মেয়েকে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে (Father Tried to Sale his Minor Daughter)। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল থানা এলাকায় । অভিযোগ, বাবা তার মেয়েকে 1 অগস্ট পাশের গ্রামের এক যুবককে বিক্রি করে দেয় বলে অভিযোগ । খবর জানাজানি হতেই স্থানীয় পঞ্চায়েতের তৎপরতায় তিনদিনের মাথায় উদ্ধার করা হয় বিক্রি হওয়া নাবালিকা মেয়েটিকে । উদ্ধারের পরে রীতিমত হুমকির মুখে পড়তে হয় ওই নাবালিকার মা এবং উদ্ধারকারী গ্রাম পঞ্চায়েত সদস্যদের । ঘটনার পরে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন নাবালিকার মা । মহিষাদল এর বিডিও যোগেশ চন্দ্র মণ্ডল বলেন, "যে চক্রটি সক্রিয় হয়েছে তাদের নামের লিস্ট প্রশাসনের কাছে রয়েছে । তদন্তের স্বার্থে তা এখন প্রকাশ করা হচ্ছে না । মেয়েটির নিরাপত্তার জন্যে তাকে এখন কোনও একটি হোমে রাখা হবে । পুরো ঘটনার তদন্ত শুরু করেছে মহিষাদল থানার পুলিশ ।"