Mysterious death of Actress Pallavi Dey : অভিনেত্রী পল্লবীর মৃত্যুতে পরিবারে শোকের ছায়া
🎬 Watch Now: Feature Video
বাংলা সিরিয়ালের অভিনেত্রী পল্লবী দে-র ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ৷ তাঁর পরিবারে নেমেছে শোকের ছায়া । ঠিক কী কারণে পল্লবী এই পথ বেছে নিলেন তা নিয়ে এখনও ধোঁয়াশায় রয়েছে গোটা পরিবার (Tollywood serial actress Pallavi Dey Death) । তাঁর মৃত্যুর কারণ নিয়ে ধন্দে রয়েছে পুলিশেরও । অভিনেত্রীর মৃতদেহ ইতিমধ্যেই উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে । ময়নাতদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলেই মনে করছেন তদন্তকারীরা । অভিনেত্রীর মোবাইল ও সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট পর্যালোচনা করে দেখবেন তদন্তকারী আধিকারিকরা ৷ অভিনেত্রী একাধিক ধারাবাহিকে অভিনয় করে দর্শকের নজর কেড়েছিলেন ৷ তাঁর মৃত্যুতে পরিবারের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷