Picnic on Christmas : ক্রিসমাসে রাজ্যের পিকনিক স্পটগুলোতে ফিরল চেনা ভিড় - Familiar crowds return to the picnic spots on Christmas

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Dec 25, 2021, 4:00 PM IST

পশ্চিমী ঝঞ্ঝা শীতকে লম্বা ইনিংস না-খেলতে দিলেও রাজ্যে শীত পাকাপাকি বিদায় নেয়নি ৷ শীতের আমেজেই রাজ্যে চলছে ক্রিসমাস সেলিব্রেশন ৷ আর ক্রিসমাসের সঙ্গে চড়ুইভাতির যেহেতু নিবিড় এক সম্পর্ক রয়েছে, সেহেতু রাজ্যের বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলো বিশেষ করে পিকনিক স্পটগুলোতে বছরের এই সময়টা উপচে পড়ে ভিড় ৷ মহামারীর প্রাদুর্ভাবে গতবছর বন্ধ ছিল দক্ষিণ 24 পরগনার পর্যটক কেন্দ্রগুলো। স্বাভাবিকভাবেই গতবছর উৎসবের আমেজে ধরা দেয়নি সেগুলো ৷ তবে এবছরে মহামারীতে লাগাম টানা গিয়েছে ৷ ফলত ফিরেছে চেনা ছবিটা (Familiar crowds return to the picnic spots on Christmas) ৷ সকাল থেকেই ডায়মন্ড হারবার, বকখালি, মৌসুনি দ্বীপ, হেনরি আইল্যান্ড, ঝড়খালি ও কুলতলি বিভিন্ন পর্যটক কেন্দ্রে পর্যটকেরা মজলেন ক্রিসমাসের আনন্দে ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.