Jhargram Elephant: হাটে বাজার করতে উপস্থিত স্বয়ং গজরাজ - ঝাড়গ্রাম হাতি
🎬 Watch Now: Feature Video
গ্রামীণহাটে এবার বাজার করতে উপস্থিত স্বয়ং গজরাজ (Jhargram Elephant)। বৃহস্পতিবার এমনই একটি নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল নয়াগ্রাম ব্লকের কুলডিহা গ্রাম । জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেলে খাবারের সন্ধানে দলছুট একটি দাঁতাল জঙ্গল ছেড়ে কুলডিহা গ্ৰামে তাণ্ডব চালায় । গ্ৰামে তাণ্ডব চালালোর সময় গ্ৰামীণ হাট দেখে সেখানে ঢুকে পড়ে । দাঁতাল দেখে ছোটাছুটি করেন হাটে আসা ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ । ব্যবসায়ীরা জানান, এদিন দাঁতালটি খাবারের সন্ধানে জঙ্গল ছেড়ে গ্ৰামীণ হাটে প্রবেশ করে । ব্যবসায়ী ও সাধারণ মানুষজনের আনা শাক-সবজি যেমন আলু, বেগুন, পটল, ঢেঁড়স, ভুট্টা খেয়ে ফেলে । শেষমেশ স্থানীয় বাসিন্দাদের প্রচেষ্টায় দাঁতালটিকে জঙ্গলে ফেরত পাঠানোর ব্যবস্থা হয় । তবে প্রতিনিয়ত যেভাবে খাবারের সন্ধানে দলমার দাঁতালের দল জঙ্গল ছেড়ে লোকালয়ে প্রবেশ করছে তাতেই আতঙ্কিত এলাকার বাসিন্দারা।
Last Updated : Aug 4, 2022, 8:55 PM IST