Elephant Attack: পুলিশ ক্যাম্পে হাতির হানা! শুঁড় ঢুকিয়ে ঘর থেকে হাঁড়ি নিয়ে গেল দাঁতাল, দেখুন ভিডিয়ো - Elephant Attack in Police Camp
🎬 Watch Now: Feature Video
বুনো দাঁতালের হানা (Elephant Attack) জলপাইগুড়ি বনবিভাগের অন্তর্গত মোরাঘাট রেঞ্জের খুট্টিমারি বিট এলাকায় পুলিশের ক্যাম্পে (Elephant Attack in Police Camp) । সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে বুনো হাতি জানালা ভেঙে শুঁড় ঘরের ভিতরে ঢুকিয়ে হাঁড়ি নিয়ে চলে যাচ্ছে। পুলিশ কর্মীরা যখন ঘুমোচ্ছিলেন তখনই জঙ্গল থেকে বেরিয়ে পুলিশ ক্যাম্পের পিছন দিক থেকে জানলা ভেঙে একটি দাঁতাল শুঁড় ঢোকায় । আওয়াজে ঘুম ভেঙে এ দৃশ্য দেখে চোখ কপালে ওঠে পুলিশ কর্মীদের ৷ সেই দৃশ্য ক্যামেরাবন্দি করেন কেউ কেউ। পরে মোরাঘাট রেঞ্জের বনকর্মীরা খবর পেয়ে হাতিটিকে জঙ্গলে ফেরত পাঠান ৷