Ballygunge By Poll : সুব্রতবিহীন বালিগঞ্জের উপনির্বাচনে নিঃসঙ্গ একডালিয়া এভারগ্রীন - সুব্রত বিহীন বালিগঞ্জের উপনির্বাচনে নিঃসঙ্গ একডালিয়া এভারগ্রীন

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Apr 12, 2022, 7:23 PM IST

বঙ্গ রাজনীতির অন্যতম কিংবদন্তি সুব্রত মুখোপাধ্যায়কে (Subrata Mukherjee) ছাড়া এই প্রথম কোনও বিধানসভা নির্বাচন দেখল একডালিয়া এভারগ্রিন। প্রবাদপ্রতিম এই রাজনীতিবিদের রাজনৈতিক জীবনের একটা বড় অংশ জুড়ে রয়েছে এই ক্লাব । শুধু দুর্গাপুজো নয়, এই ক্লাব ছিল তার সামাজিক কাজকর্ম, বিধায়ক হিসেবে মানুষের সঙ্গে যোগাযোগের একটা বড় মাধ্যম । কিন্তু তাঁর মৃত্যুতে খালি হয়েছে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রটি । তাই হচ্ছে উপনির্বাচন (Ballygunge By poll 2022) ৷ নতুন বিধায়ক পাবে বালিগঞ্জ ৷ কিন্তু গণতন্ত্রের এই উৎসবের দিনে একডালিয়া এভারগ্রিন ক্লাবটি দাঁড়িয়ে একাকি, জনশূন্য ৷ এই নীরবতা এই একাকীত্বই যেন জানান দিচ্ছে একডালিয়ায় আর নেই সুব্রত।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.