HS Result 2022 : পুরুলিয়া জেলায় প্রথম , রাজ্যে অষ্টম স্থান অর্পিতার - HS Result 2022
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-15528364-thumbnail-3x2-piu.jpg)
উচ্চমাধ্যমিকে এবছর পুরুলিয়া জেলায় প্রথম স্থান অধিকার করেছে অর্পিতা পাল । একইসঙ্গে রাজ্যে অষ্টম স্থান অধিকার করেছে সে । পুরুলিয়া 2 নম্বর ব্লকের পলাশকোলা গোপালপুর হাইস্কুল থেকে পরীক্ষা দিয়েছিল অর্পিতা । তার প্রাপ্ত নম্বর 491 । পাথরডি গ্রামের বাসিন্দা অর্পিতার বাবা উত্তম কুমার পাল পেশায় প্রাথমিক শিক্ষক (HS Result 2022)। মা ঝর্না পাল গৃহবধূ । জেলায় প্রথম হয়ে খুশি অর্পিতা । তাকে এনিয়ে জিজ্ঞাসা করা হলে সে বলে " ভাল ফলাফল হবে ভেবেছিলাম, তবে এতটা ভাল হবে ভাবিনি । জেলায় প্রথম হয়েছি ও রাজ্য মেধা তালিকায় অষ্টম স্থানে রয়েছি জেনে খুবই ভাল লাগছে । বড় হয়ে শিক্ষিকা হতে চাই । পছন্দের বিষয় ইংরেজি ।" পড়াশুনো ছাড়াও সে ভালবাসে গান করতে ও গল্পের বই পড়তে । মেয়ের সাফল্যে খুবই আনন্দিত বাবা-মা । অর্পিতার বাবা বলেন, "মেয়ে যে এত ভাল ফল করবে সেটা আশা করিনি । আমরা সবাই খুব খুশি । বিশেষ করে অর্পিতার দাদু দিদিমা ভীষণ খুশি ।"