Mass Marriage গণবিবাহের আয়োজনে চোখ ধাঁধানো জৌলুস, হাজির মন্ত্রী থেকে আমলা - সাগর
🎬 Watch Now: Feature Video
গণবিবাহের (Mass Marriage) আসরে শুরু হল নতুন পথচলা ৷ দুস্থ পরিবারের আট জোড়া তরুণ-তরুণী আবদ্ধ হলেন বৈবাহিক বন্ধনে ৷ এই উপলক্ষে জাঁকজমক ছিল চোখে পড়ার মতো ৷ ছিল চোখ ধাঁধানো আচার, অনুষ্ঠান এবং ঢালাও ভূরিভোজের ব্যবস্থা ৷ এই ঘটনা দক্ষিণ 24 পরগনার সাগর (Sagar) ব্লকের ৷ এখানকারই কমলপুরে এই গণবিবাহের আসর বসেছিল ৷ উদ্যোক্তা গঙ্গাসাগরের লাভ ইন্ডিয়া ফাউন্ডেশন ও ভারতীয় মারোয়ারি সমাজ ৷ উপস্থিত ছিলেন সুন্দরবন বিষয়ক মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা (Bankim Chandra Hazra), গঙ্গাসাগর বকখালি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সীমন্ত মালি, সাগরের বিডিও সুদীপ্ত মণ্ডল প্রমূখ ৷ শুধুমাত্র এই আট জোড়া তরুণ-তরুণীর বিয়ে দিয়েই ক্ষান্ত হননি উদ্যোক্তারা ৷ তাঁদের ভরিয়ে দিয়েছেন উপহারে ৷ নতুন সংসার পাতার জন্য যে সমস্ত সামগ্রী প্রয়োজন, তার সবই উপহার হিসাবে দেওয়া হয়েছে নবদম্পতিদের ৷