Durga Puja 2022: নবমীর রাতে মানুষের ঢল, হলদিয়ায় পুজো মণ্ডপের সিঁড়ি ভেঙে বিপত্তি - হলদিয়ায় পুজো মণ্ডপের সিঁড়ি ভেঙে বিপত্তি

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Oct 5, 2022, 7:22 AM IST

নবমীর রাতে শিল্প শহর হলদিয়া শহরে জনজোয়ার। তার জেরেই বিপত্তি ঘটল ক্ষুদিরামনগরে হলদিয়া দুর্গোৎসব কমিটির মণ্ডপে ৷ মানুষের ভিড়ে হুড়মুড় করে ভেঙে পড়ল মণ্ডপের মধ্যে ঢোকার সিঁড়ি । এই ঘটনায় কয়েকজন দর্শনার্থী আহত হয়েছেন বলে জানা গিয়েছে ৷ মঙ্গলবার দুপুরের পর থেকে হলদিয়া দুর্গোৎসব কমিটির মণ্ডপে মানুষের ঢল নামতে শুরু করে ৷ স্থানীয় সূত্র অনুযায়ী, নবমীর রাতে প্রচুর দর্শনার্থী মণ্ডপে ঢোকার সময় একসঙ্গে সিঁড়িতে উঠে পড়েন ৷ তাতে আচমকা ভেঙে পড়ে পুজো মণ্ডপের সিঁড়ি । খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে এসে পুলিশ সবাইকে উদ্ধার করে । পুজো উদ্যোক্তাদের দাবি, অতিরিক্ত ভিড়ের জন্যে মণ্ডপের সিঁড়ি চাপ রাখতে না পেরে ভেঙে গিয়েছে । এই পুজোর আয়োজক তমলুকের প্রাক্তন সাংসদ লক্ষ্মণ শেঠ । এ বছরের থিম বিভিন্ন ধরনের মাটির শিল্প (Haldia Durga Puja Incident) ।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.