Asansol By Poll 2022 : স্ট্রংরুমে ডাবল লক সিস্টেম, গণনাকেন্দ্রে ভোটকর্মীদের জন্য এয়ারকন্ডিশন মেশিন - Asansol By Poll 2022

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Apr 14, 2022, 6:56 PM IST

উপনির্বাচনের পরে ইভিএম ও ভিভিপ্যাটগুলিকে তিনস্তরীয় নিরাপত্তা-সহ ডাবল লক সিস্টেমের স্ট্রংরুম রাখা হয়েছে (Double Lock System Strong Room In Asansol)। আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজে করা হয়েছে সেই স্ট্রংরুম ৷ সেখানে মোতায়েন করা হয়েছে সশস্ত্র কেন্দ্রীয় বাহিনীকে ৷ স্ট্রংরুমের তালার একটি চাবি জেলা নির্বাচন আধিকারিকের কাছে থাকবে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, স্ট্রংরুমের নিরাপত্তার জন্য নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে । কোনও অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। এখন অপেক্ষা 16 এপ্রিলের। সেদিন স্ট্রংরুম খুলবে ও জানা যাবে প্রার্থীদের ভাগ্য। যা নির্ধারণ করছেন আসানসোল লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভার ভোটাররা। অন্যদিকে আসানসোলের প্রচণ্ড গরমের কথা মাথায় রেখে ভোটকর্মীদের জন্য গণনাকক্ষে লাগানো হয়েছে এয়ারকন্ডিশন মেশিন। সেদিনই গণনার পরে ঘোষণা হবে আসানসোলের নতুন সাংসদের নাম।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.