Dilip on Roopa Ganguly: বড় নেতা-নেত্রীর খোঁজ রাখি না, রূপাকে কটাক্ষ দিলীপের - দিলীপ ঘোষ
🎬 Watch Now: Feature Video
রূপা গঙ্গোপাধ্যায়ের দলবদলের জল্পনায় তুঙ্গে রাজ্য রাজনীতি ৷ আর এই ইস্যুকে কটাক্ষ করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ ৷ জানালেন, বড় নেতা-নেত্রীর খোঁজ খবর তিনি রাখেন না ৷ পাশাপাশি রূপা গঙ্গোপাধ্যায়ের ফেসবুক পোস্টকে ঘিরেও শুরু হয়েছে বিতর্ক ৷ যেখানে তিনি অভিযোগ করেছেন, মেদিনীপুর তথা খড়গপুরের লোকজনই তাঁকে মূলত গালিগালজ করছেন ৷ রাজনৈতিক মহলের মতে, রূপা গঙ্গোপাধ্যায় দিলীপ ঘোষকে উদ্দেশ্য করেই এ কথা বলেছেন ৷ যা নিয়ে মেদিনীপুরের সাংসদদের জবাব, তিনি কাউকে গালাগাল করেন না (Does not Abuse Anyone Dilip Ghosh on Social Media Post of Roopa Ganguly) ৷ এটা মনের ব্যাপার ৷ আর রূপার উদ্দেশ্যে তাঁর বার্তা, কোথায় থাকবেন, কোথায় যাবেন, তা মনস্থির করতে হবে ৷ তবে, তিনি এবং বাকিরা যে দলে আছেন, সেখানেই মন দিয়ে কাজ করবেন বলে জানান দিলীপ ঘোষ ৷