Dr Chandranath Adhikary on Anubrata: অনুব্রতর নির্দেশেই বেড রেস্ট লিখেছেন, বিস্ফোরক চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী - বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতাল
🎬 Watch Now: Feature Video
অনুব্রত মণ্ডলের কথাতেই 14 দিনের বেড রেস্ট লিখে দিয়েছেন সার্জেন চন্দ্রনাথ অধিকারী ৷ এমনই বিস্ফোরক দাবি করলেন, বীরভূমের তৃণমূল জেলা সভাপতির স্বাস্থ্য পরীক্ষা করতে যাওয়া চিকিৎসক নিজেই (Doctor Chandranath Adhikary Follow Orders of Hospital Super and Anubrata Mondal) ৷ তাঁর কথায়, ‘‘আমি সরকারি কর্মচারী ৷ আমি উপরমহলের নির্দেশ মানতে বাধ্য ৷ তাই বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালের সুপারের নির্দেশেই সাদা কাগজে প্রেসক্রিপশন লিখে দিয়েছি ৷ আর অনুব্রত মণ্ডল আমাকে অনুরোধ করেছিলেন 14 দিনের বেড রেস্ট লিখে দিতে ৷’’ গরু পাচারকাণ্ডে অনুব্রত মণ্ডলকে দশমবার সিবিআই-এর তলব করা এবং সেদিনই বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসকের তরফে 14 দিনের বিশ্রামের নির্দেশ দেওয়া নিয়ে বিতর্ক শুরু হয়েছিল ৷ যা নিয়ে সিবিআই হাসপাতাল সুপারকে জিজ্ঞাসাবাদ করতে পারে বলে খবর পাওয়া যাচ্ছে ৷ আর তারই মাঝে সুপার বুদ্ধদেব মুর্মু এবং অনুব্রত সম্পর্কে বিস্ফোরক অভিযোগ আনলেন চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী ৷