সংকোশ নদীতে ভাঙন পরিদর্শনে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ - ভাঙন পরিদর্শনে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ
🎬 Watch Now: Feature Video
সংকোশ নদীর ভাঙনে বিপর্যস্ত তুফানগঞ্জ 2 ব্লকের ফলিমারি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা ৷ ইতিমধ্যেই বেশ কিছু জমি নদীগর্ভে চলে গিয়েছে ৷ যেভাবে নদী ভাঙছে তাতে আগামী কয়েকদিনে আরও বেশ কিছু বাড়ি নদীগর্ভে যাবে বলে বাসিন্দাদের আশঙ্কা ৷ এলাকায় 500 মিটার বাঁধ তৈরি হয়েছে ৷ দরকার আরও 600 মিটার বাঁধের ৷ কিন্তু সেই বাঁধ তৈরি না হওয়ায় ভাঙন অব্যাহত ৷ রবিবার ওই নদী ভাঙন খতিয়ে দেখেন কোচবিহার জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ আবদুল জলিল আহমেদ । বিষয়টি নিয়ে সেচ দফতরের সঙ্গে কথা বলবেন বলে জানান তিনি ।
TAGGED:
District officials visits