Dilip Ghosh: দীপাবলির পর গভীর ষড়যন্ত্র, মদনের মন্তব্যের পালটা দিলীপের - Dilip Ghosh Slam State Government at Eco Park
🎬 Watch Now: Feature Video
মনটা গরিব । কিন্তু টাকা আছে । কিছু কিছু লোকের কাছে রাখা আছে । দিদি হয়তো জানতেন না । আগে বলতেন টাকা নেই, টাকা নেই । খুব গরিব । আসলে ঠিক জায়গায় ঠিক টাকা নেই । নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমণে এসে এমনই বললেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh) ৷ জ্যোতিপ্রিয় মল্লিক বলেছেন, বিজেপি রাম ভীতুর দল ৷ এ প্রসঙ্গে দিলীপ জানান, আমরা রাম ভক্তের দল । ভীতু তো ওরা । মদন মিত্র সম্প্রতি বলেছেন, দীপাবলির পর গভীর ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে তৃণমূলকে ৷ এ প্রসঙ্গে দিলীপ ঘোষের মন্তব্য, "উনি জ্যোতিষ চর্চা করছেন বোধহয় । কিসের ষড়যন্ত্র? ওদের পার্টির মধ্যে এত রকম ষড়যন্ত্র হচ্ছে পরস্পরের বিরুদ্ধে ৷ আর বাইরের ষড়যন্ত্র দরকার নেই।"