চোপড়া সমাজবিরোধীদের আখড়া, সব জেনেও চুপ সরকার : দিলীপ - CESC
🎬 Watch Now: Feature Video
চোপড়ায় কিশোরীর মৃত্যু নিয়ে সরব BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ আজ তিনি বলেন, ‘‘চোপড়াতে লাগাতার এসব ঘটে চলেছে । দু’বছর আগে আমাদের একজন কর্মী খুন হয়েছে । কংগ্রেসের কর্মী গতবছর খুন হয়েছে । সমস্ত সমাজবিরোধী এবং দেশ বিরোধীরা ওখানে ঘাঁটি গেড়েছে । এই রাজ্য সরকার সব জানার পরও কিছু করছে না । একটা 16 বছরের মেয়েকে তুলে নেওয়া হচ্ছে । ধর্ষণ হচ্ছে, খুন হচ্ছে । কোনোরকম তদন্তও হচ্ছে না ।’’ CESC-র বিল নিয়েও ক্ষোভ প্রকাশ করেন BJP-র রাজ্য সভাপতি । বলেন, " বিল কেন এতটা বেড়ে গেল । এই সংকটের সময় মানুষের হাতে টাকা-পয়সা নেই, ইনকাম নেই, খাবার নেই । তার মধ্যে ইলেকট্রিক বিল এত লম্বা লম্বা আসছে । মানুষ এই নিয়ে ক্ষুব্ধ ।’’