SI Recruitment এসআই নিয়োগের পরীক্ষায় মাতৃভাষা জানা বাধ্যতামূলক, ডেপুটেশন জমা বাংলা পক্ষর

By

Published : Aug 24, 2022, 5:07 PM IST

Updated : Aug 24, 2022, 7:00 PM IST

thumbnail

পশ্চিমবঙ্গ পুলিশে (WBP) সাব ইন্সপেক্টর (SI) নিয়োগের পরীক্ষায় 100 নম্বরের বাংলা পেপার বাধ্যতামূলক করতে হবে ৷ বুধবার এই দাবিতে সল্টলেকে আরক্ষা ভবনে ডেপুটেশন জমা দিল বাংলা পক্ষ (Deputation Submitted by Bangla Pokkho on SI Recruitment)। এদিন বাংলা পক্ষের কর্মীরা জমায়েত হন আরক্ষা ভবনের সামনে। পুলিশের এসআই (SI) পরীক্ষায় পরিক্ষার্থীকে বাংলা জানতে হবে এই দাবিতেই জমায়েত ৷ এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলা পক্ষের সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়। তিনি জানান, তামিললাড়ু, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, কর্নাটক, গুজরাত বা অন্যান্য রাজ্যের এসআই নিয়োগ পরীক্ষায় সেই রাজ্যের ভাষা জানা বাধ্যতামূলক ৷ শুধুমাত্র এ রাজ্যে এমনটা নেই। তাই বাংলা পক্ষর তরফ থেকে এই দাবি তোলা হয়েছে ।

Last Updated : Aug 24, 2022, 7:00 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.