Security Guard Agitation: নিরাপত্তার দাবিতে অনশনে বসলেন নিরাপত্তারক্ষীরা - Security Guard Agitation

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jul 11, 2022, 9:17 PM IST

কাঁকসা থানা এলাকার বহু অঞ্চলে ইএসএসএআর কোম্পানির সিএনজি গ্যাস উত্তোলনের জন্য পিট রয়েছে । সেই পিটগুলিতে একজন করে নিরাপত্তারক্ষী মোতায়েন করা হচ্ছে । ঘন জঙ্গলের মাঝে কিংবা নির্জন এলাকাতে একজন নিরাপত্তাকর্মীর পক্ষে এই পিটগুলি রক্ষণাবেক্ষণ করা অসম্ভব । তাই প্রতি পিটে নিরাপত্তারক্ষী বাড়ানোর দাবিতে কাঁকসার আকন্দারা সংলগ্ন বেসরকারি গ্যাস উত্তোলক সংস্থার গেট বন্ধ করে সোমবার সকাল থেকে অবস্থান বিক্ষোভে নামেন নিরাপত্তারক্ষীরা (Security Guard Agitation)। ঘটনাস্থলে পৌঁছয় কাঁকসা থানার পুলিশ । গ্যাস উত্তোলক সংস্থার আধিকারিককে ঘিরে ধরেও বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা । নিরাপত্তারক্ষীদের দাবি, প্রতি পিটে নিরাপত্তারক্ষী দু'জন করতে হবে এবং তাঁদের মজুরি বাড়াতে হবে।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.