Tarun Majumdar: তরুণ মজুমদারের পারলৌকিক ক্রিয়া সারলেন দেবশ্রী-অয়ন - debashree ayan pay last tribute to tarun majumdar
🎬 Watch Now: Feature Video
কিংবদন্তি পরিচালকের শেষ ইচ্ছা পূরণ করলেন দেবশ্রী রায় । অভিনেত্রীকে ছোট মেয়ে বলতেন তিনি। দেবশ্রী রায় নামটিও তাঁরই রাখা। তরুণ মজুমদারের হাত ধরেই একের পর এক ছবিতে উত্থান তাঁর। 'দাদার কীর্তি' ছবিতে অয়ন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জুটি বাঁধেন অভিনেত্রী দেবশ্রী রায়। আজ দু'জনে মিলেই কিংবদন্তি পরিচালকের শেষকৃত্য সারলেন তাঁরা (Debashree Roy And Ayan Bandyopadhyay Pay Homage to Tarun Majumdar) ৷
TAGGED:
Tarun Majumdar