জার্মানিকে 1 জোড়া রেডপান্ডা উপহার দার্জিলিং চিড়িয়াখানার - দার্জিলিং চিড়িয়াখানা
🎬 Watch Now: Feature Video
শৈলশহর দার্জিলিং থেকে জার্মানিতে পাড়ি জুয়েল এবং শাহিনের । চলতি মাসে দার্জিলিং থেকে সড়ক পথে কলকাতা ও পরে বিমানে জার্মানিতে পাড়ি দেওয়া ওই দুই রেড পান্ডা 6 মার্চ পর্যন্ত আপাতত জার্মানির টিয়ার পার্কে পর্যবেক্ষণে থাকবে । দার্জিলিংয়ে পদ্মজা নাইডু হিমালয়ান জু়লজিক্যাল পার্ক বা দার্জিলিং চিড়িয়াখানা রেড পান্ডার সফল প্রজননের জন্য বিশ্ব জুড়ে সমাদৃত । চিড়িয়াখানা সূত্রে জানা গেছে, জার্মানির আগেও দেশের মধ্যে নৈনিতাল ও সিকিমে রেড পান্ডা পাঠিয়েছে দার্জিলিং চিড়িয়াখানা । এই চিড়িয়াখানায়য় প্রজনন ঘটা রেড পান্ডা নিউজিল্যান্ডের অকল্যান্ডেও পাড়ি দিয়েছিল । এবার পাড়ি দিল জার্মানি ।